বাপ্পা মজুমদার ‘ব্যথা’ নিয়ে হাজির হলেন
কাব্যিক আবেগ আর মেলানকোলি সুরে সাজানো তুন গান ‘এই ব্যথা’ নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটির কথার রচয়িতা মাহি ফ্লোরা, সুর করেছেন এহসান রাহি, এবং সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর আয়োজনে এর ভিডিও নির্মাণের কাজ করেছেন শুভব্রত সরকার। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে গানটির প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদারসহ গীতিকার ও সুরকার তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ সঙ্গীতাঙ্গনের অনেকে। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘অনেকদিন পরে এমন আয়োজন করতে পারছি, তাই আনন্দিত। টিমের প্রত্যেকেই নিজের সেরাটা দিয়েছে। আরো বিশেষ ব্যাপার হলো, আজ আমার বড় কন্যার জন্মদিন এমন দিনে গানটির প্রকাশ আমাকে মুগ্ধতার অন্য জগতে নিয়ে গেছে। ভিডিওটি আমাদের দেশে একেবারেই নতুন ধরনের, যা শ্রোতাদের জন্য ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করি। ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘‘বাপ্পা দা’র ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আশা করি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে। গানটির ভিডিও ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। পাশাপাশি এটি দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।