বাদ পড়া শিক্ষকদের এমপিওভুক্তির আবেদনের সুযোগ

98

চূড়ান্তভাবে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২ মে। আবেদন চলে ৫ মে পর্যন্ত। কিন্তু এ সময়ের মধ্যে যারা আবেদন করতে পারেননি তাদের আবেদনের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আগামী ২২ মে থেকে বাদপড়া স্কুল-কলেজ শিক্ষকদের আবেদন আবারও গ্রহণ করা হবে। আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই সেটি নোটিশ আকারে প্রকাশ করা হবে বলে মাউশি সূত্রে জানা গেছে।

অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, ‘দ্বিতীয় ধাপে শিক্ষকদের এমপিও আবেদন শুরু হবে ২২ মে থেকে। যারা ৫ মে এর মধ্যে প্রথম ধাপে আবেদন করেছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল সকালে মিটিং ডাকা হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষে দ্বিতীয় ধাপের কার্যক্রমও দ্রুত শেষ করা হবে।’