বাড়ল সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পদ বিবরণী দাখিলের সময়
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের শেষ সময় পুনরায় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে এই সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। উল্লেখ্য দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী আছেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছিলেন, দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে হবে। নির্ধারিত ফরম পূরণ করে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিতে হবে। এরপর গত ২৪ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়।