বাজুস ফেয়ার দ্বিতীয় দিনে

47

চলছে জাঁকজমকপূর্ণ বাজুস মেলা। শুক্রবার দ্বিতীয় দিনের মতো চলছে মেলা। দেশের অলংকার শিল্পকে এগিয়ে নিতে তৃতীয়বারের মতো ‘বাজুস ফেয়ার-২০২৪’-এর আয়োজন করেছে দেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস)। এ মেলায় সকাল ১০টা থেকে শুরু হয়েছে ‘অর্থনীতিতে জুয়েলারি শিল্পের অবদান ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনার। বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান। সেমিনারে অতিথি হিসেবে আরো রয়েছেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। বেলা ৩টায় বাজুস ফেয়ার পরিদর্শনে আসবেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি চার্লস হোয়াটেলেই। এদিকে বিকেল ৪টায় রয়েছে ‘জুয়েলারি শিল্প বিকাশে অর্থায়নের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল। সন্ধ্যা সোয়া ৬টায় অনুষ্ঠিত হবে ‘সোনা চোরাচালান বন্ধে করণীয়’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হয়ে আসবেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) গ্রেড-১ কামরুল আহসান। অতিথি হয়ে উপস্থিত থাকবেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা কাস্টম হাউজের কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ, বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপপ্রধান কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।