বাংলা ভাষা খুব শক্ত অবস্থানে যাওয়া প্রয়োজন : মাহমুদুল হাসান

216

জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেছেন, আমাদের বাংলা ভাষা খুব শক্ত অবস্থানে যাওয়া প্রয়োজন। এই প্রমিত পরিসীমিত ভাষার ব্যবহার এটি যেন স্কুল পযার্য় থেকে আরো শক্তিশালী হয় সেই দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, আমাদের মনে হয় প্রাথমিক বিদ্যালয়ে থেকে এটির আরো বেশি জোর দেয়ার সুযোগ রয়েছে। শিক্ষা ব্যবস্থায় যদি আমরা খুব বেশি করে কাজ করতে পারি, তাহলে এই যে আন্দোলন সেই আন্দোলন একসময় সার্থক হবে। আপনারা যদি উদ্যোগ নিতে পারেন, এটি যদি আপনাদের আহত না করে, আপনারা এই বিষয়টি নিয়ে ভাবতে পারেন। বৃহস্পতিবার সর্বস্তরে বাংলা ভাষা : শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি কথাগুলো বলেন। সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলণ কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের সভাপতি ড. এমএ ইউসুফ খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ছায়া নীড়ের পরিচালক লুৎফর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হায়াত মো. রহমত উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনসহ অন্যরা। আলোচক লুৎফর রহমান তাঁর বক্তব্যে বলেন, ভাষার যে তৃষ্ণা সেই তৃষ্ণা জাগ্রত করতে হবে শিক্ষকদের। তাহলে শ্রেণি কক্ষে শিক্ষার্থী চুপচাপ শুনবে শিক্ষকের কথা। যারা আমাদের সামনে থাকে তারাও তৃষ্ণার্থ না। তারাও অনশন করেনা। তারাও অর্থী হতে চাই না। শিক্ষার অর্থী হলে শিক্ষার্থী ভালো হতো। আমরা চাই এখানে যারা আছেন সুধীজন বাংলাকে অন্তর থেকে ভালোবাসেন। ড. মোহা. আহ্সান আলী তাঁর বক্তবে বলেন, বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা. প্রাণের ভাষা. আমাদের অন্তরের ভাষা কিন্তু আমরা কি ওই ভাবে প্রতিপালন করছি, আমাদের কি সম্ভব হচ্ছে, ওই ভাবে আন্তরিকতার সাথে প্রতিপালন করতে পারছি, পারছিনা। পরে চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর বীর মুক্তিযোদ্ধা ড. মোহা. আহ্সান আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।