বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

110


চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে সকলের সাথে মত বিনিময় করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিদের মতামত গ্রহণ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে জানান জেলা প্রশাসক। তিনি আরো বলেন, প্রত্যেকেই যেন বাঙ্গাালির চেতনায় উদ্বুদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই বাংলা নববর্ষ উপলক্ষে শহরের প্রতিটি জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান। এছাড়াও যে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তিমালিকানাধীন অবৈধ স্থাপনা আছে সেগুলো সরিয়ে নিতে হবে। যদি সরানো না হয় তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তা উচ্ছেদ করা হবে। বাংলা নববর্ষ ১৪২৬ কে সামনে রেখে আমরা জেলার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে একটি সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে চাই। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।