বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আজ পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করেছে। গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পটপরিবর্তন ঘটে। এরপর ভারতপন্থি সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়।