টানা বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ
বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল। এই সিরিজকে ঘিরে সিলেটের ক্রিকেটপ্রেমীদের মাঝেও আছে উন্মাদনা। তবে টানা বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
গত কয়েকদিন ধরে সিলেটে টানা ভারী বর্ষণ হচ্ছে। এতে স্টেডিয়ামের আউটফিল্ড ভিজে গেছে এবং উইকেট ঢেকে রাখা হলেও মাঠ পুরোপুরি খেলার উপযোগী করতে সময় লাগতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরও কয়েকদিন সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টি বাধায় সিরিজের সবগুলো ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।