বাংলাদেশ টানেল যুগে প্রবেশ করবে আগামীকাল

94

একদিন পর দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম কোনো দেশ হিসেবে টানেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে চালু হবে বাংলাদেশের প্রথম কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু টানেল। ইতোমধ্যে গতকাল সম্পন্ন হয়েছে টানেলের ভেতর দিয়ে গাড়ি চলাচলের চূড়ান্ত ট্রায়াল। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্ব ৪০ কিলোমিটার ও এক ঘণ্টা সময়ও কমিয়ে আনছে টানেলটি।
এদিকে, চট্টগ্রামের পতেঙ্গা থেকে আগামীকাল সকাল ১১টায় বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের মাধ্যমে রিলে করবে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। এ উপলক্ষ্যে রেডিও মহানন্দার সম্প্রচার কার্যক্রম বিকেল ৩ টার পরিবর্তে সকাল সাড়ে ১০ টায় শুরু হবে।