বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনয়ন পেলেন রিমন
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান তরুণ ব্যবসায়ী আখতারুল ইসলাম রিমন। গতকাল মঙ্গলবার সকালে দৈনিক গৌড় বাংলাকে রিমন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
আখতারুল ইসলাম রিমন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ও ব্যবসা প্রতিষ্ঠান আয়ান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনীত করার জন্য আখতারুল ইসলাম রিমন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি, বিজনেস ফোরামের সভাপতি নুরুল মোস্তফা ও সাধারণ সম্পাদক আলি হায়দার চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রিমন গৌড় বাংলাকে বলেন, নতুন দায়িত্ব আমাকে নতুন উদ্যোগ, দৃঢ় পরিকল্পনা ও আন্তরিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক মজবুত ও সম্প্রসারিত করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সহজ যোগাযোগ, তরুণ উদ্যোগীদের জন্য প্ল্যাটফর্ম তৈরি এবং নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়তে কাজ করব আমরা। দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতায় শিল্প, কৃষি ও সেবা খাত উন্নয়ন ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ ও আলজেরিয়ার বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুন চাঁপাইনবাবগঞ্জ সফরে আসেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। ওই দিন তিনি বলেছিলেন, আলজেরিয়ায় গিয়ে বাংলাদেশীরা আমবাগান গড়ে তুললে বিনামূল্যে জমি দেয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হবে।