বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন

190
আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের বিশ্বকাপ জার্সির ছবি। আজ আনুষ্ঠানিকভাবেই মাশরাফি-তামিমদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে। দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। পরে বোর্ড সভাপতি, পরিচালক, খেলোয়াড়, কোচিং স্টাফদের নিয়ে হয় জাতীয় দলের আনুষ্ঠানিক ফটোসেশন। বিশ্বকাপ দলের ১৫ জনের ১৪ জন ফটো সেশনের সময় উপস্থিত থাকলেও সাকিব আল হাসান অবশ্য ছিলেন না। মাশরাফিদের বিশ্বকাপ জার্সির রঙ পুরোটাই সবুজ। কলার ও জার্সির নিচের দিকের কিছুটা অংশ গাঢ় সবুজ। ট্রাউজারের রঙও গাঢ় সবুজ। প্রথমবারের মতো সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য সুযোগ মিলছে বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি সংগ্রহে রাখার। জাতীয় দলের জার্সি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে- এমন খবর অবশ্য মাস খানেক আগেই জানা গিয়েছিল। ‘আসল সাপোর্টারের জন্য আসল জার্সি’- এমন স্লোগানে বাংলাদেশের জার্সি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। গত মাসে প্রতিষ্ঠানটি এক বছরের জন্য বাংলাদেশ দলের জার্সি বিক্রির স্বত্ব পেয়েছে।