বাংলাদেশের প্রেক্ষাগৃহে ওয়ান

557

কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানের নতুন একটি ছবি মুক্তি পাচ্ছে বাংলাদেশে। ছবির নাম ‘ওয়ান’। ভারতে সম্প্রতি মুক্তি পাওয়া বীরসা দাশগুপ্ত পরিচালিত এ ছবিতে নুসরাতের বিপরীতে অভিনয় করেছেন যশ। ছবিটি গত বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের অধীনে গঠিত সেন্সর বোর্ডের সদস্য নাসিরউদ্দিন দিলু। তিনি বলেন, সেন্সরে ছবিটি আমি দেখেছি। এ ছবির গল্প থ্রিলার কাহিনীনির্ভর। ভারত থেকে বাংলাদেশে ছবিটি আমদানি করেছে আরাধনা এন্টারপ্রাইজ। জানা যায়, ছবিটি ৫ই মে মুক্তি পাবে। আর এর বিনিময়ে ভারতে একটি বাংলাদেশের ছবি মুক্তি পাবে। তবে সেটি কোন ছবি তা এখনো ঠিক হয়নি। ‘ওয়ান’ ছবিতে নুসরাত, যশের বাইরে কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ অভিনয় করেছেন। একই দিনে বাংলাদেশে স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’ ছুবিটি মুক্তি পাবে। এর আগে নুসরাত জাহান অভিনীত ‘কেলোর কীর্তি’ ছবিটি বাংলাদেশে মুক্তি পায়। তবে কলকাতার কমেডি ধাঁচের এই ছবিটি চুক্তির নিয়ম যথাযথভাবে না মানার কারণে এর প্রদর্শন বন্ধের নির্দেশনা চেয়ে গত বছরের ১৮ই জুলাই এসএফ ফিল্মসের প্রযোজক শরীফ হোসেন আদালতে রিট করেন। এরপর ১৯শে জুলাই আদালত ছবিটির প্রদর্শনের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেন। তবে এ আদেশ স্থগিত চেয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজ ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করার পর হাইকোর্টের আদেশ স্থগিত হয়। অবশেষে ছবিটি বাংলাদেশে মুক্তি পায়। শুধু তাই নয়, একপক্ষীয় ভারতীয় চলচ্চিত্র আমদানির ষড়যন্ত্র দাবি করে ‘কেলোর কীর্তি’ ছবিটি মুক্তি ও প্রদর্শন বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছিল দেশীয় চলচ্চিত্রের পরিচালক সমিতি, শিল্পী সমিতি, উৎপাদন ব্যবস্থাপনা সমিতি, গ্রাহক সংস্থা, নৃত্য পরিচালক সমিতি, অ্যাকশন গ্রুপ ও সিডাবসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। এদিকে এবারের ‘ওয়ান’ ছবি নিয়ে বিস্তারিত জানতে আরাধনা এন্টারপ্রাইজের দায়িত্বে থাকা প্রযোজক কার্তিক দের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।