বাংলাদেশের একাদশে তিন পরিবর্তনের আভাস
‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা।’ বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থাটা যেন এমনই দাঁড়িয়েছে। টি-২০ ফরম্যাটের অবস্থা আরো শোচনীয়। প্রতি ম্যাচের পর ঘুরে দাঁড়ানোর আশাবাদের বাণীটা শোনা যায়, মাঠে তার ছিটেফোঁটাও দেখা নেই। এমন কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় বল মাঠে গড়ানোর আগে এটি মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হিসেবে আলোচিত। আগের দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসা টাইগাররা হোয়াইটওয়াশ এড়াতে কাদের নিয়ে একাদশ সাজাবে, তার স্পষ্ট ইঙ্গিত পুরোপুরি মেলেনি।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সফরকারীদের একাদশে আসতে পারে একটি পরিবর্তন। আগের দুই ম্যাচে করে ৮ ও ১ রানের ইনিংস খেলা জাকের আলী অনিকের জায়গায় খেলতে পারেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তেমনটি না হলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের অভিষেক হতে পারে।
ওপেনিংয়েও রয়েছে পরিবর্তনের আভাস। পারভেজ হোসেন ইমন প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ১৬ রানে আউট হয়েছেন। তার বদলে ফিরতে পারেন ফিরতে পারেন তানজিদ হাসান তামিম। পেস আক্রমণে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনাই বেশি। প্রথম ম্যাচ খেলা শরীফুল ইসলামের বদলে দ্বিতীয় টি-২০তে খেলেছিলেন মুস্তাফিজ। সিরিজের শেষ ম্যাচে কাটার মাস্টারকে বসিয়ে আবারো শরিফুলকে বল হাতে দেখা যেতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান/রাকিবুল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।