Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাম্মি আর নেই

চলে গেলেন ব.িলউডের বর্ষীয়ান অভিনেত্রী শাম্মি। মঙ্গলবার মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৯ বছর। মঙ্গলবারই টুইট করে এই সহ-অভিনেত্রী ও বন্ধুর মৃত্যুর খবর দেন বিগ বি অমিতাভ বচ্চন। তিনি লেখেন, শাম্মি আন্টি, উঁচু মানের অভিনেত্রী, ইন্ডাস্ট্রিতে অনেক বছরের অবদান তার, আমার প্রিয় পারিবারিক বন্ধু আর নেই।
দীর্ঘদিন অসুস্থ ছিলেন… ধীরে ধীরে ওরা সকলেই চলে যাচ্ছেন। ১৯২৯ সালে মুম্বইয়ের এক পারসি পরিবারে জন্ম শাম্মির। তার পারিবারিক নাম নার্গিস রাবাডি। হিন্দি চলচ্চিত্রে নার্গিস নামে জনপ্রিয় একজন অভিনেত্রী থাকায় পরিচালক তারা হরিশ তার নাম বদলে শাম্মি রাখেন। মাত্র ২০ বছর বয়সে ১৯৪৯ সালে শাম্মি ‘উস্তাদ পেদরো’ চলচ্চিত্রের মাধ্যমে কাজ শুরু করেন। নায়িকা হিসেবে তার প্রথম ছবি ‘মলহার’। গায়ক মুকেশ ছিলেন এই ছবির প্রযোজক। ১৯৫২ সালে দিলীপ কুমারের সঙ্গে ‘সঙ্গদিল’ ছবিতে অভিনয় করেন শাম্মি। পরবর্তী সময়ে কৌতুক অভিনয় দিয়েই বেশি জনপ্রিয়তা পান তিনি। চরিত্র অভিনেতা হিসেবেও দর্শকপ্রিয় ছিলেন শাম্মি। ‘হাফ টিকিট’, ‘ইশারা’, ‘জব জব ফুল খিলে’, ‘উপকার’, ‘ইত্তেফাক’, ‘মিস ইন্ডিয়া’, ‘লহু কে দো রঙ’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘আর্থ’, ‘দ্য বার্নিং ট্রেইন’, ‘হাম’সহ প্রায় দু’শো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বলিউড অভিনেতা রাজেশ খান্না তাকে ছোট পর্দায় নিয়ে আসেন। জয়া বচ্চন প্রযোজিত টিভি সিরিজ ‘দেখ ভাই দেখ’-এ অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান। ‘জবান সাম্ভালকে’, ‘কাভি ইয়ে, কাভি ও’, ‘শ্রীমান শ্রীমতি’ তার অভিনীত জনপ্রিয় টিভি সিরিজ।

Exit mobile version