বরপক্ষের দৌড়, রক্ষা পেল স্কুলছাত্রী

203
বাল্যবিয়ের ধুমধাম আয়োজন সম্পন্ন হয়। স্কুলছাত্রীকে ঘরণী করতে হাজির বর। সঙ্গে রয়েছে তার পক্ষ। তবে আনসার ও উপজেলা সহকারী কমিশনারের উপস্থিতি টের পেয়ে বরসহ তার পক্ষ দৌড়ে পালায়। এতে বাল্যবিয়ে থেকে রক্ষা পায় স্কুলছাত্রী। এ ঘটনায় স্কুলছাত্রীর বোনের জামাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউপির খোর্দ্দবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান জানান, ওই গ্রামের নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর সঙ্গে একই ইউপির মৈশামূড়া গ্রামের এক গার্মেন্টস কর্মী যুবকের বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে বিয়ে বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের টের পেয়ে বরসহ তার পক্ষ দৌড়ে পালিয়ে যায়। পরে স্কুলছাত্রীর পরিবারের কাছ থেকে প্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেয়ার মুচলেখা নেয়া হয়। পাশাপাশি বাল্যবিয়ে আয়োজনের দায়ে স্কুলছাত্রীর বোন জামাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযানে অংশ নেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

সূত্র: ডেইলি বাংলাদেশ