Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

বন্দিদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কারাগারে বন্দিদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে চতুর্থ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিনিয়র কারেকশনাল ম্যানেজারদের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান। ‘কারাগারের মধ্যে নিরাপত্তা ও মানবিক চাহিদার ভারসাম্য’ শিরোনামে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশসহ ১৪টি দেশের ২৮ জন সিনিয়র কারেকশনাল ম্যানেজার অংশ নেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে বন্দিদের শুধু অপরাধী হিসেবে না দেখে তাদের প্রতি মানবিক আচরণ করে সংশোধনের সুযোগ দিতে হবে। এতে অপরাধীরা জেল-পরবর্তী সুস্থ জীবনে ফিরে যেতে পারবে। সম্মেলনে অংশ নিয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, অংশগ্রহণকারী দেশগুলো পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজ নিজ বন্দি সুবিধা উন্নত করতে পারবে। সম্মেলন চলবে আগামি ১৮ মে পর্যন্ত।

Exit mobile version