Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

বন্দরে রুশ জাহাজ প্রবেশ নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

ইউরোপীয় দেশগুলো ও কানাডার পর এবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন জাহাজগুলোকে নিজেদের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়াকে অব্যাহত চাপের মধ্যে রাখতেই এই উদ্যোগ নিয়েছে বাইডেন প্রশাসন। জো বাইডেন বলেন, রাশিয়ার পতাকাবাহী অথবা কোনো রুশ কোম্পানির মালিকানাধীন অথবা পরিচালিত জাহাজ যুক্তরাষ্ট্রের কোনো বন্দরে ডকিংয়ের অনুমতি পাবে না এবং আমাদের জলসীমায় প্রবেশ করতে পারবে না। এর আগে যুক্তরাষ্ট্র তাদের আকাশসীমায় রাশিয়ার উড়োজাহাজগুলো প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করে। পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানিও বন্ধ করে দেয় তারা।

Exit mobile version