বড় নিয়োগ সরকারি চাকরিতে

সরকারি চাকরিতে ক্যাডার এবং নন-ক্যাডার পদে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান রোববার ২৪ নভেম্বর দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেবেন। বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ক্যাডার এবং নন-ক্যাডার পদে প্রায় ২০ হাজার নিয়োগ দেওয়া হবে। এজন্য বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সরকার পরিবর্তনের পর বিসিএসের মাধ্যমে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার।