বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী : চাঁপাইনবাবগঞ্জে ৩৫ নারী পেল সেলাই মেশিন, অর্থসহায়তা ৩০ জন

107

চাঁপইনবাবগঞ্জে জেলাজুড়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী যথযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ দিন জেলা ও উপজেলা পর্যায়ে ৩৫ জনকে সেলাই মেশিন ও ৩০ জনকে ২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে।
শুরুতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশে একযোগে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আকতার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমাসহ জেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
জেলা পরিষদ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকাল ৪টায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সদস্যদের রুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক, সহকারী প্রকৌশলী মোহায়েদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান-২ আব্দুল হাকিম, সদস্য রফিকুল ইসলাম, শান্তনা হক, রয়েল বিশ্বাসসহ অন্যান্য সদস্য ও পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবসহ পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়।
কল্যাণী মহিলা সংসদ : বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা করেছে কল্যাণী মহিলা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় কল্যাণী সংসদের মর্জিনা হক মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণী মহিলা সংসদের সভাপতি সেলিনা হাফিজের সভাপতিত্বে সভায় ১৫ জন দুস্থ নারীকে খাদ্য সহায়তা দেয়া হয়।
ত্রাণ বিতরণ শেষে কল্যাণী মহিলা সংসদের সাংস্কৃতিক সম্পাদক রোকসানা আহমদের সঞ্চালনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন- সহসভাপতি ফওজিয়া আলম। আরো বক্তব্য দেন- সহসভাপতি অ্যাডভোকেট আঞ্জুমান আরা, সদস্য সান্তনা হক। এ সময় উপস্থিত ছিলেন- সম্পাদক গৌরী চন্দ সিতু, সদস্য শাহনাজ খাতুনসহ অন্যরা।
শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন সহ-সম্পাদক ফারুকা বেগম।
শিবগঞ্জ প্রতিনিধি : জেলার শিবগঞ্জ উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ মহীয়সী নারীর জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সেলাই মেশিন বিতরণ করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পরিসংখ্যান অফিসার শহিদুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানে ১০ জন নারীকে সেলাই মেশিন ও অন্য ৫ নারীকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।
গোমস্তাপুর প্রতিনিধি : ‘সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। আলোচনা শেষে উপজেলার অসহায় ও দুস্থ ৫ জন মহিলাকে সেলাই মেশিন ও অপর ৫ জনকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন ও অর্থ সহায়তা প্রদান এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ হলরুমে বেলা ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতোর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈমসহ অন্যরা।
আলোচনা শেষে ৫ জন হতদরিদ্র নারীর মধ্যে ১টি করে সেলাই মেশিন এবং অন্য ৫ নারীকে ২ হাজার টাকা করে দেয়া হয়।
নিয়ামতপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসন। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
আলোচনা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলাদাভাবে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ ওবাইদুল হক, পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুজিব গ্যান্দা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা শাহজামাল।