বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা

267

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পুরাতন জেলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখী হয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা। খেলায় সদর উপজেলাকে ৭-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। দলের পক্ষে ৩টি করে গোল করে ইসতিয়াক ও সিহাব এবং ১টি আসে আহাদের পা থেকে। খেলা শুরুর তখনও ১৫ মিনিট বাকি। তবুও কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। তারপরেও জেলার হরিমোহন, বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করছে। যেন তিল ধারনের থায় নেয়। খেলা শুরু হতে কয়েক মিনিট আছে, এমন সময়ে আসল মুশলধারে বৃষ্টি। কিন্তু তার জন্য তো আর খেলা আটকে থাকবে না! বৃষ্টির মধেই খেলা শুরুর বাঁশি দিলেন রেফারী। প্রথম থেকেই আক্রমনাত্বক ফুটবলে বল দখলে রাখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। খেলা শুরুর মাত্র ৫ মিনিটেই সিহাবের গোলে এগিয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। তার ১ মিনিট পরেই আবারও সিহাবের বাজিমাত। দুদান্ত এক গোলে নিজের জোড়া গোল পূর্ণ করে। প্রথমার্ধ্যরে ১৫ ও ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ইসতিয়াকের পা থেকে আসে আরও ২টি গোল। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতীতে যায় দুদল। দ্বিতীয়ার্ধ্যরে প্রথম মিনিটেই নিজের হ্যাট্রিক পূর্ণ করে ইসতিয়াক। এরপর দলকে আরও একটি হ্যাট্রিক উপহার দেন সিহাব। দুদান্ত এক গোলে নিজেদের স্কোরলাইন ৬-০ তে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। দ্বিতীয়ার্ধ্যরে ১৪ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্ট্রাইকার আহাদ আরও একটি গোল করে। শেষ পযর্ন্ত অনেক চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি সদর উপজেলা দল। ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। টুর্নামেন্টে সেরা গোলদাতা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সিহাব এবং শ্রেষ্ঠ খেলোয়ার একই দলের আহাদ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এ.জেড.এম. নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেশুর রহমানসহ অন্যান্যরা। উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর রাজশাহী জেলা স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের খেলায় জয়পুরহাট জেলা দলের মোকাবেলা করবে আজকের চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।