বঙ্গবন্ধুর ভাষণ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়ায় ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে পালন করা হবে বিভিন্ন কর্মসূচি

446

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি লাভ করায় আজ প্রস্তুতি সভা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মাহমুদুল হাসান জানান, এ উপলক্ষে আগামী ২৫ নভেম্বর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে থাকবে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে বিনোদন ও চেতনাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার এবং ওরা ১১ জন চলচ্চিত্রটি প্রদার্শন করা হবে। এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের মূল সড়ক গুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজানোর কথা বলেন, এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়রকে দায়িত্ব পালনের অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার অংশ হিসাবে এ প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মাহমুদুল হাসান ছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী, পৌরসভার মেয়র সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলী, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ,চাঁপাইনবাবগঞ্জ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হামিম রেজা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদেরসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।