ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ড পাচ্ছেন না শারাপোভা

558

 ডোপ পাপের শাস্তি কাটিয়ে ওয়াইল্ড কার্ডে কোর্টে ফিরেছিলেন মারিয়া শারাপোভা। একে একে খেলে ফেলেছেন স্টুটগার্ট ওপেন, মাদ্রিদ ও রোমে। এরপর আশায় ছিলেন, হয়তো ফ্রেঞ্চ ওপেনেও ওয়াইল্ড কার্ড পেয়ে যাবেন দুইবারের চ্যাম্পিয়ন। কিন্তু তাকে হতাশ করেই টুর্নামেন্ট অফিসিয়ালসরা জানিয়ে দিল, ওয়াইল্ড কার্ড আর পাচ্ছেন না রাশিয়ান তারকা। ফরাসি টেনিস ফেডারেশনের কাছে অবশ্য এর যৌক্তিক ব্যাখ্যাও আছে। যা শুনে হয়তো আহত হতেই পারেন শারাপোভা! ফেডারেশন প্রধান বার্নার্ড গুইদিসেলি সাফ জানিয়ে দিয়েছেন, ‘ইনজুরি থাকলে ওয়াইল্ড কার্ড দেওয়া যায়। কিন্তু ডোপ পাপের কোনও ওয়াইল্ড কার্ড নেই। শারাপোভা এতদিন বাইরে থাকায় র‌্যাংকিংয়ের অবস্থাও ছিল যাচ্ছে তাই। যদিও আগের টুর্নামেন্টগুলোতে খেলে উঠে আসেন ২১১ নম্বরে। কিন্তু তারপরেও র‌্যাংকিংয়ে খুবেই নিচে রয়েছেন ৩০ বছর বয়সী মারিয়া শারাপোভা। তাই আশায় ছিলেন হয়তো মূল ড্র অথবা বাছাই টুর্নামেন্টে ডাক পাবেন। কিন্তু তাকে হতাশ করেই সিদ্ধান্ত জানিয়ে দিল ফরাসি টেনিস কর্তৃপক্ষ। অবশ্য এর জন্য দুঃখ প্রকাশ করেছেন গুইদিসেলি, ‘মারিয়ার জন্য সত্যিই দুঃখিত। একই সঙ্গে তার ভক্তদের জন্যেও দুঃখিত। খেলাটির সর্বোচ্চ মান নিশ্চিত করা আমার দায়িত্ব।’