ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়লেন নাদাল

520

ফ্রেঞ্চ ওপেনে নিজের হারানো শিরোপা পুনরুদ্ধার করলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। পুরুষ এককের ফাইনালে ২০১৫ সালের চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কাকে ৬-২, ৬-৩, ৬-১ গেমে সরাসরি হারিয়ে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে নির্দিষ্ট কোনো গ্র্যান্ডস্লামের দশম শিরোপা বা লা দেসিমা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়লেন এই টেনিস সুপারস্টার। লাল দুর্গের রাজা হিসেবে বিবেচিত রাফায়েল নাদালের রাজত্ব শুরু হয় ২০০৫ সালে। ওই বছর আর্জেন্টিনার মারিয়ানো পুয়ের্তাকে হারিয়ে ক্লে কোর্টে প্রথম শিরোপা জেতেন। এরপর টানা চারবার শিরোপা জেতার পর মাঝে ২০০৯ সালে রজার ফেদেরার কাছে মুকুট হারান। পরের বছরই আবার সেটা উদ্ধার করে ধরে রাখেন আরও টানা চার বছর। দুই বছর বিরতি দিয়ে আবারও শিরোপা জিতে নিলেন এই তারকা। ম্যাচ শেষে উচ্ছ্বসিত নাদাল বলেন, একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি। লাল কোর্টে আমি যতটা ¯œায়ুচাপ ও উত্তেজনা অনুভব করি তার তুলনা করা সত্যিই অসম্ভব। এদিকে আগের তিনবার ফাইনালে গিয়ে তিনবারই জয় পাওয়া ভাভরিঙ্কা, এবার হেরে কিছুটা হতাশ। তবে নাদালের প্রশংসা করে সুইস এই তারকা বলেন, এটা কঠিন একটা পরাজয়। কিন্তু আমি ক্লে-কোর্টের সবসময়ের সেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি। উল্লেখ্য, নাদালের এটা ১৫তম গ্র্যান্ড স্লাম। তার চেয়ে তিনটি গ্র্যান্ড স্লাম বেশি জিতে ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডটা নিজের করে রেখেছেন রজার ফেদেরার।