ফ্রান্স-মরক্কোর ভিসা সংক্রান্ত জটিলতার অবসান

81

ফ্রান্স ও মরক্কো জানিয়েছে, ভিসা নিয়ে কয়েক মাস উত্তেজনার পর পারস্পরিক আলোচনায় তারা একটি চুক্তিতে পৌঁছেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ২০২৩ সালের প্রথম দিকে উত্তর আফ্রিকার রাজ্য সফর করবেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মরক্কোর রাজধানী দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতাকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা জানান, একসঙ্গে একটি নতুন পৃষ্ঠা লেখার সময় এসেছে। ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন ভিসা সমস্যা নিয়ে আলোচনা করতে আগামী ২৩ ডিসেম্বর মরক্কোর প্রতিবেশী ও চির প্রতিদ্বন্দ্বী দেশ আলজেরিয়া সফর করবেন।