ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো

23

মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে। গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ২৯৬ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ১ লাখ ৭৩ জন। গেল ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৪৫ জন। গতকাল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটিই জানিয়েছে।

এর মধ্য দিয়ে ইউরোপের তৃতীয় দেশ হিসেবে করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়ালো ফ্রান্সে। এর আগে যুক্তরাজ্য ও ইতালিতে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছিল। বর্তমানে যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯১। আর ইতালিতে ১ লাখ ১৫ হাজার ৯৩৭ জন।

অবশ্য যদিও বিশেষজ্ঞরা মানতে রাজি নন যে ফ্রান্সে মৃতের সংখ্যা কেবল ১ লাখ ছাড়িয়েছে। ফ্রান্সের ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক স্টাডিজের বৈজ্ঞানিক উপদেষ্টা জিয়ান ম্যারি রবিনের মতে, ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা বহু আগেই ১ লাখ ছাড়িয়েছে।