ফ্রান্সে এক দিনে করোনায় আক্রান্ত ১০ হাজার

91

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে এক দিনে করোনায় আক্রান্ত শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি। বৃহস্পতিবার ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল আট হাজার ৯৭৫ জন।

চলতি মাসের শুরু থেকে ফ্রান্সে নতুন করে গড়ে সাত হাজার ২৯২ জনের করোনা শনাক্ত হচ্ছে। অথচ আগস্টে ভাইরাসের প্রাদুর্ভাবের সময় দৈনন্দিন শনাক্তের গড় ছিল তিন হাজার।

গত ২৮ আগস্ট ফ্রান্সের হাসপাতালগুলোতে চার হাজার ৫৩০ জন করোনা রোগী ভর্তি ছিলেন। তবে চলতি মাসে আবারও এই সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ছিল পাঁচ হাজার ৯৬ জন কোভিড-১৯ রোগী।

অবশ্য সংক্রমণ বাড়লেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, ভাইরাসের বিস্তার রোধে দেশে নতুন করে নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা নেই।