ফেসবুক অ্যাপ নিষিদ্ধ করল ভারতীয় নৌসেনা

78

পাকিস্তানের হ্যান্ডেলারের কাছে নৌসেনার তথ্য পাচার এবং গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস হওয়ার জন্য ৭ নাবিকের গ্রেপ্তারের পরই নৌ বাহিনীতে ফেসবুক অ্যাপ ও স্মার্টফোন নিষিদ্ধ করতে চলেছে ভারতীয় নৌসেনা। এছাড়া নৌবাহিনীর ঘাঁটি, ডক এবং যুদ্ধজাহাজে স্মার্টফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে নৌসেনা। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ৭ জন নৌকর্মী সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে শত্রুপক্ষের গোয়েন্দা সংস্থাকে সংবেদনশীল কিছু তথ্য ফাঁস করে। সেই সময় ধরা পড়ার পরই নৌবাহিনী কর্তৃক এই কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। গত ১৯ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ গোয়েন্দা বিভাগ এই গুপ্তচর র‌্যাকেটটিকে হাতে নাতে ধরে। সেখানে তারা দাবি করেছিল যে ২০১৭ সালে নিয়োগ করা নাবিকরা মধুচক্রে জড়িয়ে নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিনের লোকেশনের তথ্য ফাঁস করছিল শত্রুপক্ষের হাতে।