ফেইসবুক সপ্তাহে ৬৬ হাজার পোস্ট ফেলে দেয়

522

শেষ দুই মাসে প্রতি সপ্তাহে গড়ে ঘৃণামূলক বিবৃতি হিসেবে শনাক্ত হওয়া প্রায় ৬৬ হাজার পোস্ট সরানো হয়েছে বলে দাবি করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক। ভুয়া সংবাদের মতো বিতর্কিত বিষয়গুলো কীভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে নিজেদের পরিকল্পনার বিস্তারিত তথ্য প্রকাশের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে মঙ্গলবার এই তথ্য প্রকাশ করে সোশাল জায়ান্টটি, খবর আইএএনএস এর। ফেইসবুকের পাবলিক পলিসি ফোর ইউরোপ, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা-এর ভাইস প্রেসিডেন্ট রিচার্ড অ্যালেন বলেন, আমরা সব ধরনের ঘৃণামূলক বিবৃতির বির”দ্ধে, আর আমাদের প্লাটফর্মে এগুলো থাকতে দেব না। তিনি আরও বলেন, আমাদের কাছে ঘৃণামূলক বিবৃতির সংজ্ঞা হচ্ছে যা সরাসরি মানুষকে তাদের সুরক্ষিত বৈশিষ্ট্যগুলোতে আঘাত করে, যেমন-বর্ণ, জাতি, জাতীয়তা, ধর্মীয় সম্পৃক্ততা, যৌনতা, লিঙ্গ, লিঙ্গ পরিচয় বা গুর”তর অক্ষমতা বা রোগ। যদিও মাঝেমধ্যে ঘৃণামূলক বিবৃতি শনাক্ত করা যায় না। কারণ, এগুলোতে থাকা শব্দগুলো অস্পষ্ট থাকে, এগুলোর পেছনে থাকা উদ্দেশ্য অজানা বা কী বোঝানো হয়েছে তা অস্পষ্ট থাকে। এমন ক্ষেত্রে ফেইসবুক অভ্যন্তরীণভাবে এই পোস্টগুলো যাচাই করে ও এগুলো মুছে ফেলা উচিত কিনা তা নির্ধারণ করে। স্বয়ংক্রিয়ভাবে এ ধরনের পোস্ট শনাক্ত করতে সামাজিক মাধ্যমটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সম্ভাবনাও বাড়াচ্ছে। তবে এখনও প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের পাঠানো অভিযোগের উপরই নির্ভর করছে।