ফেইসবুক বৈধ গাঁজা বিক্রির পেইজ বন্ধ

489

যুক্তরাষ্ট্রের আলাস্কায় মারিজুয়ানা বা গাঁজা বিক্রি করতে ব্যবহৃত একটি পেইজ বন্ধ করে দিয়েছে ফেইসবুক। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক প্রতিষ্ঠানের এমন পদক্ষেপে চটেছেন গাঁজা ব্যবসায়ীরা। তাদের দাবি, গাঁজা বিক্রি করার জন্য তাদের লাইসেন্স রয়েছে। ব্যবহারকারীরা কী ধরনের বিষয় পোস্ট করতে পারবেন, তা নিয়ে নীতিমালা ঠিক করার চেষ্টা চালাচ্ছে সামাজিক মাধ্যমগুলো। ফেইসবুকের নতুন এই পদক্ষেপে এই প্রচেষ্টার সমস্যাগুলো চোখে পড়ছে হয়েছে, বলা হয় বিবিসি’র প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে গাঁজা উৎপাদক প্রতিষ্ঠানগুলোর জোট ‘ন্যাশনাল ক্যানাবিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন’ বলেছে, তারা ফেইসবুকের কাছ থেকে একটি ‘স্পষ্ট নির্দেশনা’ চায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে তাদের অ্যাকাউন্ট পুনরায় ফিরিয়ে দিতে ফেইসবুকের কাছে আপিল করা উচিত বলেও মন্তব্য সংস্থাটির। যুক্তরাষ্ট্রে নয়টি অঙ্গরাজ্যে চিকিৎসা বা আনন্দের জন্য ক্যানাবিস-এর ব্যবহার বৈধ। সংস্থাটির উপপরিচালক টেইলর ওয়েস্ট বলেন, এই নয়টি অঙ্গরাজ্যই নতুন এই সমস্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বলেন, “এই বিষয়টি নজরে এসে আবার হারিয়ে যাবে বলে মনে হচ্ছে। এই বিষয়টি এখন সামঞ্জস্যহীন উপায়ে কার্যকর করা হচ্ছে। ফেইসবুক কোনো দেশ বা অঙ্গরাজ্যেই গাঁজা বিক্রির প্রচারণামূলক পোস্ট করার অনুমতি দেয় না। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ফেইসবুকে একটি নিরাপদ পরিবেশ বজায় রাখতে, আমাদের সম্প্রদায়ের জন্য আদর্শ নীতিমালা আছে। এটি আমাদের সেবায় কী অনুমোদিত আর কী নয় তা ব্যাখ্যা করে। অধিকাংশ ক্ষেত্রেই গাঁজা নিয়ে টিভি বা রেডিওতে বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ। এর ফলে সোশাল নেটওয়ার্কগুলো গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে গাঁজা ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গাঁজা ব্যবসায় প্রতিষ্ঠান এনলাইটেন আলাস্কা-এর মালিক লিহ লেভিংটন বলেন, পেইজটি বন্ধ করে দেওয়া ‘হতাশাজনক’ আর তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে এমন ভয়ে আছেন।