ফুরফুরে মেজাজে ওয়ালটন সেন্ট্রাল জোনের অনুশীলন

180

জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসর শুরু করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন।  প্রথম রাউন্ডে তারা হারিয়েছে বিসিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক সাউথ জোনকে। বিশাল জয়ের পর গোটা দল এখন ফুরফুরে মেজাজে। পুরো দল এখন চাঙা। শরীরী ভাষায় আগ্রাসন আর চোখে-মুখে জয়ের তীব্র ক্ষুধা। ভ্রমণক্লান্তি ভুলে বগুড়ায় আজ সকালে অনুশীলন করেছে ওয়ালটন সেন্ট্রাল জোনের ক্রিকেটাররা। গতকাল রাতেই বগুড়ায় পা রাখেন ক্রিকেটাররা। আজ সকালে তারা অনুশীলন করেন শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে। দলের ম্যানেজার মিলটন আহমেদ জানালেন, সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পুরো দল অনুশীলন করেছে। দলের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম ম্যাচে জয় পাওয়ায় পুরো দল এখন চাঙা। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দ্বিতীয় ম্যাচেও। তিন ভাগে ভাগ হয়ে অনুশীলন পর্ব সেরেছেন ক্রিকেটাররা। পেসারদের নিয়ে আলাদা সময় দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন পেসার ও ওয়ালটন সেন্ট্রাল জোনের সহকারী কোচ তালহা জুবায়ের। চার পেসার রবিউল, শহিদুল, রনি ও সালাউদ্দিনকে আলাদা সময় দিয়েছেন তালহা। প্রথম ম্যাচে প্রত্যাশিত ব্যাটিং পারফরম্যান্স পায়নি ওয়ালটন। আব্দুল মজিদ একাই পেয়েছিলেন সেঞ্চুরি। লিটন সেঞ্চুরি মিস করেছিলেন মাত্র ১৬ রানের জন্য। দুই ইনিংসে ব্যাট হাতে দলের হয়ে রান করেন পেসার শহিদুল। দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের থেকে বড় ইনিংসের প্রত্যাশায় টিম ম্যানেজমেন্ট। বুধবার শুরু হচ্ছে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের খেলা। বগুড়ায় ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ বিসিবি নর্থ জোন। রাজশাহীতে খেলবে ইসলামী ব্যাংক ইস্ট জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন।