ফিলিপাইনে পর ভিয়েতনামে ঘূর্ণিঝড় কালমেগির আঘাত

 

ফিলিপাইনে ১৪০ জনের  প্রাণহানির পর এবার ভিয়েতনামে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কালমেগি। গতকাল ভিয়েতনামের ঝড়-বিধ্বস্ত  মধ্যাঞ্চলে টাইফুন কালমেগি আঘাত হানে। কালমেগি এ বছরের অন্যতম মারাত্মক ঘূর্ণিঝড় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, কালমেগি এই সপ্তাহে ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ভয়াবহ বন্যার ফলে কমপক্ষে ১৪০ জন নিহত এবং আরও ১২৭ জন নিখোঁজ রয়েছে।