ফিরলেন হানি সিং

412

দুই বছর পর গানে ফিরলেন বলিউডের হার্টথ্রব গায়ক ও র‌্যাপার হানি সিং। তিনি বায়োপলার ডিসওর্ডার রোগে ভূগছিলেন এ সময়। এটি একটি মানসিক রোগ। হানি সিং যখন সর্বোচ্চ জনপ্রিয়তায় ছিলেন ঠিক তখনই এই রোগে আক্রান্ত হন তিনি। এই রোগ হলে সবাই বিভিন্ন বিষয়ে ভয় পায়। ঘরবন্দী থাকতে চায়।
বাইরে জগত থেকে নিজেকে আলাদা রাখতে চায়। হানি সিংয়েরও ঠিক একই অবস্থা হয়েছিলো। আর এই রোগ থেকে বের হতে দুই বছর সময় লেগেছে তার। তবে এবার হানি সিং আবার ফিরলেন বলিউড ছবির গানে। পাঞ্জাবি গান ‘দিল চোরি ডাডা হগেয়া’ এর রিমেক করেছেন হানি সিং। এটি ভিডিওসহ মুক্তি পাবে চলতি মাসের ২৬ তারিখ। নিজের এই ফেরা প্রসঙ্গে হানি সিং বলেন, আমি আমার স্টুডিও, গান এসব কিছুই খুব মিস করেছি। কিন্তু আমার আসলে কিছু করার ছিলো না। বায়োপলার ডিসওর্ডার খুব ভয়ানাক একটি রোগ। এ রোগে দীপিকাও ভূগেছেন। তার কাছ থেকে আমি অনেক সহযোগীতাও পেয়েছি এখান থেকে বের হওয়ার। দুই বছর সময় লেগে গেছে আমার। তবে ফিরতে পেরে আমি খুব আনন্দিত। এখন থেকে নিয়মিত গান উপহার দেবো শ্রোতাদের।