অবশেষে পূণ:নির্মাণ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিস মোড় থেকে পশু হাসপাতাল সড়ক

মালিকানা জটিলতায় আটকে থাকার পর অবশেষে বহুল প্রত্যাশিত চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর এলাকার পশু হাসপাতাল মোড় হতে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত সড়ক পূণ:নির্মান শুরু হচ্ছে। দীর্ঘদিনের ব্যাপক জনদাবির মূখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সমগ্র জেলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু চলাচলের জন্য একদমই অযোগ্য হয়ে পড়া ১ ও ২ নং ওয়ার্ডে অবস্থিত সড়কটি এক পাশে আরসিসি ড্রেনসহ পূণ:নির্মাণের ব্যবস্থা করেছে।
আজ দুপুরে সড়ক পাশের্^ পৌর চাউল মার্কেট প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী(উপ-সচিব) মো.আফাজ উদ্দিন, স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী লাবলু সহ অন্যরা। বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ ধরনের আর কোনো সড়ক থাকলে নির্মাণ বা সংস্কারের ব্যবস্থা করা কবে। পৌর প্রশাসক বলেন, পৌরসভার উন্নয়নে ইতোমধ্যে ১০৩ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে।
টাউন প্লানার ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সড়কটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পৌর নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম। তিনি বলেন, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের (এলজিসিআরআরপি) আওতায় প্রায় কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেনটি পূণ:নির্মাণ করা হবে। ডিবিসি সড়ক ও আরসিসি ড্রেনটির দৈর্ঘ্য ৩৩০মিটার। নির্মাণ শেষ হবে আগামী বছরের ৬ জুলাই। অবিলম্বে নির্মাণ কাজ শুরু হবে।
এদিকে পৌর ২নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান আরমান বলেন, সড়কটির মাটির মালিকানা জটিলতায় জরুরী হওয়া সত্তেও প্রায় দুই যুগ সংস্কার করা যায় নি। রশি টানাটানি চলছিল জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মধ্যে। জেলা পরিষদ তাদের জমি সওজকে হস্তান্তর করলেও সরকারের সংশ্লিষ্ট উর্ধতণ কর্তৃপক্ষ তা অনুমোদন করে নি। তিনি আরও বলেন, প্রতিনিয়ত শহরের বাসিন্দারা ছাড়াও সড়কটি ব্যবহার করে জেলার চার উপজেলার মানুষ। এমনকি রাজশাহী ও নওগাঁর সাথে শহর কেন্দ্রের যোগাযোগের জন্যও সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সড়ক পাশের পৌর মার্কেটের প্রহরী আব্দুল মান্নান জানান, সড়কটি সংস্কার না হওয়ায় মানুষ এতদিন অবর্ণনীয় দূর্ভোগ সহ্য করেছেন। যানবাহন নষ্ট হওয়া ও ছোটবড় দূর্ঘটনা লেগেই থাকত। এনিয়ে পত্রিকায় বহু লেখালেখি ও আন্দোলন হলেও কাজ হয় নি। এখন সড়কটি ড্রেনসহ পূণ:নির্মাণ শুরু হওয়াতে আনন্দ প্রকাশ করেন মান্নান।