Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ফাইনালে ফেদেরার

অবাছাই রবিন হাসেকে পরাজিত করে মন্ট্রিল ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন সুইস সুপারস্টার রজার ফেদেরার। শনিবার সেমিফাইনালে মাত্র ৭৫ মিনিটের লড়াইয়ে ৩৬ বছর বয়সী ফেদেরার নেদারল্যান্ডের রবিন হাসেকে ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে পরাজিত ফাইনালে উন্নীত হন। ম্যাচে তিনি নয়টি এস মেরেছেন। এর মাধ্যমে টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকলেন ফেদেরার। গত পাঁচ বছরে এত দীর্ঘ সময় তিনি অপরাজিত থাকেননি। এ প্রসঙ্গে ফেদেরার বলেছেন, ‘ফাইনালে ফিরে আসতে পেরে আমি দারুণ খুশী। সত্যি কথা বলতে কি খুব একটা অনুশীলন করতে পারিনি, সেজন্য আমি কিছুটা বিস্মিত।’ চলতি বছর ফেদেরার অন্যান্য সময়ের তুলনায় বেশ সময় নিয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। উইম্বলডনে নিজেকে ফিরিয়ে আনার জন্য এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত ক্লে কোর্ট মৌসুমের পুরোটাই বিশ্রামে ছিলেন। ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ জার্মান চতুর্থ বাছাই আলেক্সান্দার জেভরেভ। আরেক সেমিফাইনালে জেভরেভ ১৮ বছর বয়সী কানাডিয়ান ডেনিস শাপোভালোভকে ৬-৪, ৭-৫ গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন।

Exit mobile version