01713248557

ফাইনালের দায়িত্বে রোহিতদের ‘অপয়া’ ইংলিশ আম্পায়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড কেটলবরো। তাকে নিয়ে দুশ্চিন্তায় আছে ভারত। কারণ, তার দায়িত্বে পরিচালিত হওয়া নক-আউটের ম্যাচগুলোতে কোনো সাফল্য নেই রোহিত-কোহলিদের।
তবে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে নয়। থার্ড আম্পায়ার হিসেবে থাকছেন ভারতের ‘আনলাকি’ আম্পায়ার রিচার্ড কেটলবরো। শুরুটা ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটলবরো।

হারে ধোনির ইন্ডিয়া। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ম্যাচেও কেটলবরো ছিলেন অনফিল্ড আম্পায়ার।
২০১৬ সালে নিজ দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেয় কোহলিরা। সেবারও কেটলবরো অন-ফিল্ড আম্পায়ার ছিলেন।
এরপর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২৩ সালে ফাইনালে হারে টিম ইন্ডিয়া। প্রত্যেকটি ম্যাচে কেটলবরো দায়িত্ব পালন করেছিলেন। তবে এর একটি ম্যাচেও জিততে পারেনি ভারত।