ফণী’ মোকাবেলায় রাজশাহীতে সতর্কতা জারি

198

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় রাজশাহীতে সতর্ক অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব সরকারি ও আধা সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনার জন্য দুইটি আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ঘূর্ণিঝড় ফণী’ মোকাবেলায় করণীয় শীর্ষক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। সভায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল কাদের জানান, আজ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসনের সব সরকারি ও আধা সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষদের সমন্বয়ে ২০ সদস্যের একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এই বিশেষ টিম মহানগর ও ক্ষেত্রবিশেষ জেলায় কোনে দুর্যোগময় পরিস্থিতি দেখা দিলে তা মোকাবেলায় কাজ করবে। সতর্ক থাকবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও তাদের স্বেচ্ছাসেবক দল। উদ্ধার কাজের জন্য রেডক্রিসেন্ট সোসাইটিও প্রস্তুত থাকবে বলেও জানান জেলা প্রশাসক। জরুরী ওই সভা থেকে রাজশাহীর প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি জানিয়ে সম্ভাব্য সব প্রস্তুতি নেওয়ার জন্য পদ্মার তীরবর্তী এবং সাধারণ মানুষকে প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দিয়ে মাইকিং করতে নির্দেশ দেওয়া হয়।