ফটোমোজি আসলো গুগল মেসেজে

49

বেটা চ্যানেলে এই ফিচার যুক্ত হলে আপনার মেসেজ কম্পোজ সেকশনে ইমোজি বাটনেই দেখা যাবে। ইমোজি পিকার ও ইমোজি বার অপশনের মাধ্যমেই আপনি দেখতে পারবেন ফটোমোজি ফিচারটি। বেটা ব্যবহারকারীদের জন্য গুগল মেসেজ তাদের নতুন ফিচার ‘ফটোমোজি’ চালু করছে। গুগল মেসেজের এক বিলিয়ন আরসিএস ইউজার সংযুক্তি উপলক্ষে একাধিক নতুন ফিচার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন অধিকাংশ ফিচার সম্পর্কেই আমরা এখনও বিস্তারিত অনেক কিছুই জানতে পারিনি। তবে নতুন ফটোমোজি ফিচারটি বেটা ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

কিভাবে ব্যবহার করবেন ফটোমোজি?

প্রথমে আপনার ফোনে ক্রিয়েট ফটোমোজি অপশনে ক্লিক করুন। আপনি যে মিডিয়া বা ফটোকে স্টিকার বা ইমোজিতে পরিণত করতে চান তা সিলেক্ট করতে পারবেন। সেন্ড বাটনে ক্লিক করে পাঠিয়ে দিন। নতুন এই ফিচারকে কাস্টম বাটনের মাধ্যমেও সহজে এক্সেস করতে পারবেন।