প্লেব্যাক ছেড়ে দিচ্ছেন অরিজিৎ সিং!

প্লেব্যাক গায়ক হিসেবে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী এই শিল্পী। ব্যাটল অব গালওয়ান ছবির সাম্প্রতিক গান ‘মাত্রুভূমি’ মুক্তির কয়েক দিনের মধ্যেই তার এই ঘোষণা সংগীতাঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। পোস্টে অরিজিৎ সিং লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনো নতুন কাজ গ্রহণ করব না। এই অধ্যায় এখানেই শেষ করছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আর ঈশ্বর আমার প্রতি সত্যিই দয়ালু ছিলেন। তবে প্লেব্যাক থেকে অবসর নেওয়া মানেই সংগীতজগৎ থেকে বিদায় নয়, এ কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। অরিজিৎ লিখেছেন, ‘আমি গান গাওয়া বন্ধ করছি না। ভালো সংগীতের একজন অনুরাগী হিসেবে আরও শিখতে চাই, নিজের মতো করে আরও কিছু করতে চাই। এখনও কিছু প্রতিশ্রুতি বাকি রয়েছে, সেগুলো পূরণ করব। তাই ২০২৬ সালে আমার কিছু গান মুক্তি পেতে পারে।’ উল্লেখ্য, অরিজিৎ সিংয়ের কোনো অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট নেই। ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই এই ঘোষণা দেওয়া হয়েছে। পোস্টটি প্রকাশ্যে আসার পরপরই অনুরাগীদের মধ্যে আবেগের ঢেউ বয়ে যায়। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকেই তার এই সাহসী সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। ২০১৩ সালে আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘আশিকি টু’ সিনেমার কালজয়ী গান ‘তুম হি হো’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান অরিজিৎ সিং। এর আগে তিনি বাংলা সিনেমার জনপ্রিয় গান ‘বোঝেনা সে বোঝেনা’ দিয়ে শ্রোতাদের নজর কাড়েন। পরবর্তীতে একের পর এক চার্টবাস্টার গানের মাধ্যমে তিনি বলিউডের অন্যতম নির্ভরযোগ্য কণ্ঠে পরিণত হন। ‘এ দিল হ্যায় মুশকিল’, ‘হাওয়ায়েঁ’, ‘আপনা বানা লে’, ‘সাজনি’, ‘ভে মাহী’, ‘গেহরা হুয়া’, কিংবা সাম্প্রতিক ‘ঘর কাব আওগে’ প্রতিটি গানে নিজের আলাদা স্বাক্ষর রেখে গেছেন অরিজিৎ।