প্রয়াস তোমার জন্মদিন

509

<লিজা>

তিরানব্বইতে জন্ম তোমার
তখন ছিলে ছোট্ট শিশু,
এখন তোমার ভরা যৌবন
থাকে না যেন ভয় ডর কিছু।
ছোট্ট শিশু যেমনি করে
বেড়ে ওঠে মায়ের কোলে,
প্রয়াস তুমি বড় হলে
আমাদের মনের কোণে।
ছোট্ট ঘরে জন্মে ছিলে
তুমি হলে মাথার মণি,
এখন তোমার ঊনচল্লিশ শাখা
এক শ হবে শীঘ্রই জানি।
তুমি আমাদের প্রাণের জায়গা
তোমার সাথে দিবা-রাত্রি,
তোমার কাছেই কাজে হাতেখড়ি
আমরা হয়েছি উন্নয়নের যাত্রি।
মানবের কল্যাণে কাজ করে
তুমি নিয়েছো মনের জায়গাটি,
তোমার মতো বন্ধু কে আছে
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।