প্রয়াস কার্যক্রম অবহিতকরণ ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

292

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কার্যক্রম অবহিতকরণ ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের বেলেপুকুরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রেসিডেন্ট অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। অনুষ্ঠানে প্রয়াসের কার্যক্রম কার্যক্রম তুলে ধরেন প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় সচিব জিল্লার রহমান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির ইতিবাচক দিকসমূহ তুলে ধরে বলেন-কোনো সরকারের একার পক্ষে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তাই এনজিওগুলোকে সাথে নিয়ে দেশে উন্নয়ন কর্মকা- পরিচলনা করা হচ্ছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ জেলায় এতো দিন ধরে কাজ করছে এবং চারশতাধিক লোকের কর্মসংস্থান করে দিয়েছে সাথেসাথে এতোগুলো প্রকল্প বাস্তবায়ন করার মধ্যদিয়ে জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি প্রয়াসের কার্যক্রমের সাথে থাকবো। এ সময় উপস্থিত ছিলেন-শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, প্রয়াসের পরিচালক মুখলেশুর রহমানসহ অন্যান্যরা। এর আগে ঝুঁকি তহবিল থেকে এক প্রতিবন্ধীকে ৫ হাজার ও প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় ৩ জনকে ১ হাজার ৮শ টাকা করে প্রদান করা হয়। এ ছাড়াও প্রয়াসের চাকরি হতে (ইউনিট ব্যাবস্থাপক) অব্যাহতি নেয়া একজনকে প্রভিডেন্ট ফান্ড থেকে ১ লাখ ৮০ হাজার ৯৬ টাকা ও গ্র্যাচ্যুইটির ১ লাখ ৮ হাজার ৮৯৭ টাকা প্রদান করা হয়। কৃষি ও প্রাণিসম্পদ ইউনিট কর্মসূচির আওতায় একজনকে গৌড়মতি আম ও মাল্টা চারা প্রদান করা হয়।