প্রয়াসের RMTP-প্রকল্প পরিদর্শন করলেন পিকেএসএফ ও ইফাদ এর প্রতিনিধি দল

298

জেলায় বাস্তবায়িত পিকেএসএফএর RMTP প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও ইফাদ এর প্রতিনিধি দল। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের প্রধান কার্যালয়ে তাদের স্বাগত জানান প্রয়াসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে প্রয়াসের সকল স্তরের কর্মকর্তাবৃন্দের প্রকল্পের কার্যক্রম নিয়ে মিশন কিক অফ মিটিং অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক মুখলেছুর রহমান, জেষ্ঠ্য উপ-পরিচালক নাসের উদ্দীন, এই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ করিমসহ অন্যরা। পরিদর্শন দলে উপস্থিত ছিলেন, মিশন এর টিম লিডার দেওয়ান আলমগীর, পিকেএসএফ এর ডেপুটি ম্যানেজার কাজী আবুল হাসনাত, আরএমটি এর ভ্যালুচেইন প্রজেক্ট ম্যানেজার এরফান আলী, Mr Jens Kristensen, Agriculture and Value Chain Specialist of IFAD, Netherlands, Dr Arnold Hameleers, IFAD Country Director for Bangladesh, Netherlands, Ms Mariel Zimmermann, Programme Officer, IFAD, Switzerland, ইফাদ এর এমই কনসালটেন্ট সাইফুল ইসলাম, কমিউনিকেশন ও নলেজ অ্যাডভাইজার ফারহানা উর্মি।
পরে মাইক্রোএন্টারপ্রাইজ প্রোগ্রামের আওতায় জেলা শহরের হুজরাপুর জোড়ামঠের হাজি মার্কেটে স্বপ্ন নকশি কর্ণার বুটিক হাউস ও প্রশিক্ষণ কেন্দ্র, বালুগ্রামে অবস্থিত সরিষার নিরাপদ তেল উৎপাদন মিল এবং গোবরাতলায় অবস্থিত প্রয়াসের ফল প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন।