প্রয়াসের সেপ প্রকল্পের উপ-প্রকল্প প্রস্তাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

169

প্রয়াসের সাসটেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (সেপ) প্রকল্পের উপ-প্রকল্প প্রস্তাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েয়ে। আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জমির উদ্দিন, জেলা বীজ প্রত্যায়ন অফিসার ড. পলাশ সরকার, কল্যানপুর হর্টিকালচার সেন্টারের জামপ্লাজম কর্মকর্তা মো. জহরুল ইসলাম, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মেহেদী হাসান সোহেল, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ্ আকরাম ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের কৃষক মো. আব্দুল আলিম ও মো. মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক মুখলেসুর রহমান, কনিষ্ঠ সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহম্মেদ ও আব্দুস সালাম, সিনিয়র ম্যানেজার আফিফ উল-মিনহাজ, কৃষি কর্মকর্তা মাসুদ করিম, ভ্যালু চেঞ্জ ফ্যাসিলিটেটর শাহাদাত হোসেন ও টেকনিক্যাল অফিসার জাহাঙ্গীর আলম।
পল্লীকর্ম সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর সহায়তায় মতবিনিময় সভার আয়োজন করে প্রয়াস। সভায় এই প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায় মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি, প্রক্রিয়াজাত ও মার্কেটিং বিষয়ে আলোচনা করা হয়।