প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির আওতায় রানিহাটি ইউনিয়নে ৯নং ওয়ার্ডকে ৬-০ গোলে হারিয়েছে ৪ নং ওয়ার্ড

256

প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির আওতায় ৬নং রানিহাটি ইউনিয়নে অনুষ্ঠিত ফুটবল খেলায় ৯নং ওয়ার্ডকে ৬-০ গোলে হারিয়েছে ৪ নং ওয়ার্ড। আজ বিকেলে কৃষ্ণিগোবিন্দপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ৪নং ওয়ার্ড। বিরতির পরে আরো ৫টি গোল করে ৬-০ গোলের জয় পায় তারা। বিজয়ীদলের পক্ষে রুবেল ও বদিউজ্জামান ২টি, আব্দুল মালেক ও নাসির ১টি গোল করে। এসময় ৯ নং ওয়ার্ড সদস্য ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিযন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আলমগীর হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, সদর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক বাসার উদ্দিন ও কামরুল হাসান শামিম, ওয়ার্ড সদস্য সায়েম আলী, সমৃদ্ধি টিমের সকল সদস্যসহ অন্যরা। উন্নয়নে যুবসমাজ, শিক্ষা কার্যক্রমের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অংশগ্রহণে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এই টুর্ণামেন্ট বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। টূর্ণামেন্টে রানিহাটি ইউনিয়নের ৯টি ওয়ার্ড ৩টি গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেকে একে অপরের সাথে লড়াই করছে। টুর্ণামেন্টর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রেডিও মহানন্দা ও দৈনিক গৌড় বাংলা। আগামী শনিবার বহরম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ নং ওয়ার্ডের মুখোমুখী হবে ২ নং ওয়ার্ড।