প্রয়াসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, উদ্ভোধন ও মতবিনিময় করলেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন

350

চাঁপাইনবাবগঞ্জ জেলায় পিছিয়ে পড়া অতিদরিদ্র মানুষের আর্থ-সামাজিকভাবে জীবনযাত্রার মানোন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়নে সোসাইটি। ঐ প্রকল্পগুলোর মধ্যে পল্লী কর্ম-সাহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর সহায়তায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন এবং ৩টি প্রকল্পের উদ্বোধন করেছেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন। তিনি খওঋঞ কর্মসূচির আওতায় কুচিয়া ও ছাগল ব্রিডিং খামারসহ সমৃদ্ধি কর্মসূচির আওতায়, খামারীদের ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী কমিটির সাথে মতবিনিময় করেন, রেডিও মহানন্দার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউটের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। প্রথমে তিনি আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটী ইউনিয়নের সমৃদ্ধি কেন্দ্র ও পাঠাগার এবং তিন দিন ব্যাপি দন্তরোগের চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন। এরপর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুরযৌবনে খওঋঞ কর্মসূচির আওতায় ছাগলের ব্রিডিং খামার উদ্ধোধন ও খামারীদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযাসের প্রেসিডেন্ট ও শাহ্ নেয়ামতুল্লা কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, তারপর বিকেল শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পরাণপুর এলাকায় ছাগলের ক্লাস্টার পরিদর্শন করেন। পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন ঐদিন বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ী গ্রামে একই কর্মসূচির আওতায় কুচিয়ার ব্রিডিং খামার উদ্ধোধন ও খামারীদের সাথে মতবিনিময় করেন। এসময় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম শাহ্ ও গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান আসজাদুর রহমান। শেষে সন্ধ্যায় প্রয়াসের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ইউনিট-১ চাঁপাই-পলশায় আরও একটি কুচিয়ার ব্রিডিং খামারের উদ্বোধন করেন। উদ্বোধনের পর একই স্থানে রেডিও মহানন্দার স্টেশন পরিদর্শন করেন ও “উদ্যোগ উন্নয়নের কথামালা” শিরোনামের একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসাবে কাজ করছে দৈনিক গৌড় বাংলা” ও রেডিও মহানন্দা।