প্রেটোরিয়াসের বোলিং তোপে কাঁপছে শ্রীলঙ্কা!

168

বিশ্বকাপের সেমিফাইনালের উঠার লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ের মুখে শ্রীলঙ্কা। পাঁচ রানের ব্যবধানে দুই উইকেট নিয়ে লঙ্কান ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়ে দিয়েছেন প্রোটিয়া বোলার প্রেটোরিয়াস। এর আগে ইনিংসের প্রথম বলে সাজঘরে ফিরেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ম্যাচে কাগিসো রাবাদার করা ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন তিনি। এছাড়া কুশল পেরেরা এবং অভিষেক ফার্নান্দো দু’জনই ৩০ রান করে প্রেটোরিয়াসের বলে সাজঘরে ফিরেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮২ রান। ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘দ্বীপরাষ্ট্র’ এখন স্বপ্ন দেখছে সেমিফাইনালের। অন্যদিকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে দুর্ভাগা দল প্রোটিয়ারা এখন শুধু আনুষ্ঠানিকতা সারতে মাঠে নামছে।