প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির স্পন্সর ওয়ালটন

234

প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের ১২ দল নিয়ে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
ঢাকা প্রিমিয়ার লিগের পর টি-টোয়েন্টি টুর্নামেন্টেরও স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। রোববার আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কয়েক বছর ধরেই স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বিপিএলের বাইরে আলাদা একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা চলছিল। নানা জটিলতায় টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি বিসিবি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। অবশেষে এবার আলোর মুখ দেখল এ টুর্নামেন্ট। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। টানা তিন দিন গ্রুপ পর্বের ১৫টি ম্যাচ হবে। ১ মার্চ হবে দুটি সেমিফাইনাল। ৩ মার্চ দিবারাত্রির ফাইনাল ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলায়। গ্রুপ পর্বের ম্যাচগুলো ফতুল্লা ও মিরপুরে হবে। ফতুল্লা স্টেডিয়ামের দুটি ম্যাচই হবে দিনের আলোয়। সকাল ৯টায় প্রথম ম্যাচ, পরেরটি দুপুর দেড়টায়। মিরপুরে প্রথম ম্যাচ শুরু দুপুর সাড়ে ১২টায়। দিবারাত্রির দ্বিতীয় ম্যাচ বিকেল সাড়ে ৫টায়। প্রিমিয়ার লিগে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ থাকলেও টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোনো বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন না।