‘প্রিন্স’ নিয়ে অনিশ্চয়তা শাকিব খানের
ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। নির্মাতা আবু হায়াত মাহমুদের প্রথম এ সিনেমায় থাকবেন আন্তর্জাতিক শিল্পীরাও। আসছে রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছেএটির। সেই টার্গেট নিয়েই চলছে পরিকল্পনা। তবে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা যাবে কি না তা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। যোগাযোগ করা হলে আবু হায়াত মাহমুদ অবশ্য শুটিং শুরুর অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে জানান, সব ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ক্যামেরা চালু হবে। তার ভাষায়, ‘আগামী সপ্তাহের মধ্যেই বাকি দুই নায়িকার বিষয়ে চূড়ান্ত জানাব। আমাদের লক্ষ্য রোজার ঈদেই ছবিটি মুক্তি দেওয়া।’ তবে চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, যদি শুটিং নির্ধারিত সময়মতো শুরু না হয়, ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়া প্রায় অসম্ভব। সে ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠান পরবর্তী ঈদে ‘প্রিন্স’ মুক্তির বিষয়টি বিবেচনা করছে। সব মিলিয়ে, বড় বাজেটের বহুল আলোচিত এই সিনেমাকে ঘিরে তৈরি হয়েছে সময় নিয়ে অনিশ্চয়তা। আর সেই কারণেই উঠেছে শাকিবের ‘প্রিন্স’ নিয়ে শঙ্কা। ঘোষণা করা হয়েছিল ছবিটিতে শাকিবের বিপরীতে থাকবেন একাধিক নায়িকা। এরমধ্যে নিশ্চিত করা হয়েছে এতে থাকছেন তাসনিয়া ফারিণ। পাশাপাশি আরও দুই নায়িকার থাকা নিশ্চিত হলেও তাদের নাম এখনো প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। এতে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের অভিনয়ের কথাও চলছে।