প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের সাথে জেলা রির্টানিং কর্মকর্তার মতবিনিময়

237

জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা এ.জেড.এম. নুরুল হক। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বলেন তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনে এখন পযর্ন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে কোন প্রার্থী লিখিত কোন অভিযোগ করেননি। তবে গত বৃহস্পতিবার পযর্ন্ত ২২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রার্থীদের বিরুদ্ধে দেয়ালে পোস্টার লাগানো, পোস্টারের সাইজ বড় করাসহ বিভিন্ন আচরনবিধি লঙ্ঘনের জন্যই এসব জরিমানা করা হয়। আগামী নির্বাচনে নিরাপত্তায় কোনধরনের হুমকি নেই। তবে সম্ভাব্য সবধরনের পরিস্থিতির জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মাদক ব্যবসায়ীদের আটক করা হচ্ছে। এমনকি মাদকের বিরুদ্ধে অভিযানকে আরও সুদৃঢ় করা হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা এ.জেড.এম. নুরুল হক বলেন, জেলার সমস্ত বৈধ অস্ত্রের মালিকদের আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে নিজ থানায় তাদের অস্ত্র জমা দিতে আহব্বান জানানো হয়েছে। অন্যদিকে ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বন্ধে জেলার সমস্ত গরু পারাপারের বিট/খাটাল বন্ধ করা হবে। মতবিনিময় সভায় এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক একেএম তাজকির-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।