প্রাক-প্রাথমিকে সাঁওতালি বর্ণমালায় পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি চাঁপাইনবাবগঞ্জে

96

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিকের পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানিয়েছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকটি সংগঠন।  শুক্রবার বেলা ১১টায় শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। মানববন্ধনে ২০২৩ সালের মধ্যে সাঁওতাল শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিকের পাঠ্যপুস্তক প্রণয়ন, প্রতিটি জেলায় আদিবাসী কালচারাল একাডেমি প্রতিষ্ঠাসহ ৭টি দাবি তুলে ধরা হয়। এ সময় বক্তব্য দেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি লুইস টুডু, কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রমসহ অন্যরা। ৭ দফা দাবির মধ্যে আরো রয়েছেÑ প্রতিটি জেলায় আদিবাসী কালচারাল একাডেমি প্রতিষ্ঠা ও আদিবাসীদের মধ্যে থেকে প্রতিনিধি ও কর্মকর্তা নিয়োগ করা; আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকারি উদ্যোগ ও পৃথক বরাদ্দ দেয়া; টেলিভিশন, বেতার ও অন্যান্য গণমাধ্যমে আদিবাসীদের ভাষা, সংস্কৃতি তুলে ধরা ও আদীবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা; আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা।
উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, সাঁওতাল লেখক ফোরাম-বাংলাদেশ, সাঁওতাল সমস্বয় পরিষদ, কোল আদিবাসী সমাজ উন্নয়ন সংগঠন, মাহালী দিঘরী বাইসি পরিষদসহ বেশ কয়েকটি সংগঠন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।