প্রস্তুতি ম্যাচে ডাচদের পাত্তাই দিলো না টাইগ্রেসরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের মূল মঞ্চে নামার আগে আত্মবিশ্বাসী এক জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার নেপালের কীর্তিপুরে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ২৬ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচে ব্যাটে নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মুস্তারির অনবদ্য জুটি এবং বল হাতে রাবেয়া খানের দুর্দান্ত স্পিনে পাত্তাই পায়নি ডাচ নারীরা। এই জয় মূল আসরের আগে টাইগ্রেসদের মানসিকভাবে বেশ চনমনে রাখবে। যদিও টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১২ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার দিলারা আক্তার (৬) ও অভিষিক্ত জুয়াইরিয়া ফেরদৌস (২)। তবে চাপ সামলে হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। এই দুই ব্যাটার মিলে ১০১ বলে গড়েন ১৩৯ রানের অনবদ্য এক জুটি। মাত্র ৫১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জ্যোতি, যেখানে ছিল ৯টি চার ও ১টি ছক্কার মার। অন্যদিকে ৫৮ বলে ৫৯ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন সোবহানা। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৫১ রানের লড়াকু পুঁজি পায় টাইগ্রেসরা। ১৫২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে নেদারল্যান্ডস। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন লেগ স্পিনার রাবেয়া খান। পেস অলরাউন্ডার রিতু মনিও ছিলেন দারুণ কার্যকর, তিনি শিকার করেন ২ উইকেট। এছাড়া নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নিয়ে ডাচদের আটকে রাখেন ১২৫ রানে। নেদারল্যান্ডসের পক্ষে স্টেয়ার ক্যালিস সর্বোচ্চ ৩১ ও ফিবি মোল্কেনবোর ২৮ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে নামার আগে আগামী শুক্রবার দুপুরে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের মূল আসরের মিশন।